আমাদের নিকলী ডেস্ক ।।
ভৈরবের কাছে ঢাকা-সিলেট মহসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাটের বীরলতা গ্রামের আবু মিয়ার ছেলে পিকআপ ভ্যান চালক জমশেদ আলী (৩২) ও পিকআপ ভ্যানের যাত্রী একই এলাকার সিদ্দিক মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫)।
শুক্রবার সন্ধ্যায় ওই মহাসড়কের বেলাব থানার পুটিমারা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ বাসটি আটক করেছে।
জানা গেছে, ঢাকা-কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের যাত্রীবাহী বাস ভৈরবের দিকে আসার সময় বিপরীত দিক চুনারুঘাট থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছলে ওই দুর্ঘটনা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান জানান, পিকআপ ভ্যানটি যাত্রী নিয়ে চুনারুঘাট থেকে ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হন। তাদের লাশ উদ্ধার করে থানায় আনা হয় এবং বাসটি আটক করলেও চালক-হেলপার পালিয়ে গেছে।
সূত্র : জাগো নিউজ