বাজিতপুরে তরুণ সংঘের স্মারকগ্রন্থ শারদাঞ্জলী উন্মোচন

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলতি বছর বাজিতপুর উপজেলায় মোট ৬৫টি পূজামণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পৌর এলাকায় ১৯টি। আজ রোববার মহাঅষ্টমী উপলক্ষে দুপুর সাড়ে ১২টায় কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে দড়িঘাগটিয়ায় তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত স্মারকগ্রন্থ “শারদাঞ্জলী”র মোড়ক উন্মোচন করেন।

স্মারকগ্রন্থ শারদাঞ্জলী উন্মোচন শেষে তরুণ সংঘের সভাপতি নিতাই সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আফজাল হোসেন অসাম্প্রদায়িক চেতনায় ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সঙ্গে মিলেমিশে যার যার ধর্ম পালনের মধ্য দিয়ে এক অনন্য সম্প্রীতিবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো উপস্থিত ছিলেন- জেলা পরিষদ সদস্য ও মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম রসুল দৌলত, আওয়ামী লীগ নেতা রকিবুল হাসান শিবলী, আবদুল্লাহ আল মামুন, শাহজাহান কবীর, সংসদ সদস্যের পিএস একরামুল হক রুবেল, মো. কবীর হোসেন, বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহাবুব আল হাসান, যুবলীগ নেতা মো. হেলাল উদ্দিন এবং তরুণ সংঘের পূজারীবৃন্দ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সুজন সরকার।

Similar Posts

error: Content is protected !!