হিলচিয়ায় প্রতিমা দেখতে এসে লাশ হয়ে ফিরল দুই ভাই

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের বাজিতপুরে পুজোয় মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দ্বীপ (৮) ও দীপ্ত (৬) নামে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের নোয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। দ্বীপ ও দ্বীপ্ত উপজেলা সদরের ঋষিপাড়া গ্রামের সুমন্ত ঋষি দাসের ছেলে।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান জানান, ঋষিপাড়া গ্রামের সুমন্ত ঋষি দাসের স্ত্রী পূর্ণিমা ঋষি দাস দুই ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী হিলচিয়া এলাকায় মায়ের বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে বেড়াতে যান। দুপুর দেড়টার দিকে মণ্ডপে প্রতিমা দেখতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় দ্বীপ ও দীপ্ত। পরে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

 

সূত্র : জাগো নিউজ

Similar Posts

error: Content is protected !!