মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের স্বর্গীয় রামসুন্দর সাহার আঙ্গিনায় অষ্টমী ও নবমিতে (রবি ও সোমবার) শারদীয় দুর্গাপূজায় রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন সিআইপি ঝন্টু সাহা।
এই অনুষ্ঠানে দেশীয় শিল্পীসহ বিভিন্ন টেলিভিশনের তারকা শাহনেওয়াজ, সাজুসহ কয়েকজন শিল্পী রাতব্যাপী হাজার হাজার ভক্তদের বিভিন্ন ধরনের গান শুনিয়ে মাতিয়ে তুলেন। বাজিতপুর ছাড়াও কুলিয়ারচর, ভৈরব, নিকলী, কটিয়াদী থেকে ভক্তরা এসব শিল্পীদের গান শুনেন।
এ সময় সিআইপি বাবু ঝন্টু সাহা, সমর সাহা, লিটন সাহাসহ এলাকার হাজার হাজার এলাকাবাসী এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।