হে আমার সোনার বাংলা
নজরুল ইসলাম সাগর ।।
হে আমার সোনার বাংলা
তোমার লাল-সবুজের পতাকা আজ
সোনার ছেলেদের রক্তে রঞ্জিত,
দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলি
প্রতিবাদে উত্তাল।
টর্চার সেলে আবরারের
নির্মম মৃত্যু,
দীর্ঘ, আরও দীর্ঘতর হচ্ছে
রিফাত, বিশ্বজিতের
বিদেহী আত্মার করুণ আর্তনাদ।
তুমি নুসরাত, তনু, মিতুর
জীবনযুদ্ধে হেরে যাওয়া
এক নতুন অধ্যায়।
হে আমার সোনার বাংলা
আমি ভালবাসি,
তবু ভালবাসি তোমায়।।
তুমি কোঠা সংস্কার আন্দোলনে
জালিমের হাতুড়ি পেটানোর নিরব স্বাক্ষী।
তুমি জুস নিয়ে ফেরা তুবার মায়ের
মিথ্যে আশ্বাস,
তুমি গুম হওয়া প্রিয়জন ও
পরিবারবর্গের প্রতীক্ষার প্রহর।
হে আমার সোনার বাংলা
আমি ভালবাসি,
তবু ভালবাসি তোমায়।।
তুমি আজ মাদক, ধর্ষণ,
ক্যাসিনো রাজ্যে লুটপাটের
এক অভয়ারণ্য।
তুমি দাদার দেশের নাচের পুতুল,
কখনো মরুভূমি আবার
কখনো বানের জলে
ভেসে যাওয়া এক
অসহায় জনপদ।।
বিচারের আশায় তোমার মানচিত্রে
ফেলানীর লাশের আর্তচিৎকারে
কেপে উঠে ষোল কোটি
মানুষের হৃদয়।
হে আমার সোনার বাংলা
আমি ভালবাসি,
তবু ভালবাসি তোমায়।।