ধামইরহাটে শতাধিক ডায়াবেটিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আল-রাজি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি ডায়াবেটিক ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা ও সেবা প্রদান করা হয়েছে। ১১ অক্টোবর সকাল ৯টায় আল-রাজি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তফা কামালের ব্যবস্থাপনায় জয়পুরহাট ডায়াবেটিক হাসপাতালের সার্টিফায়েড ডায়াবেটোলজিস্ট, চর্ম ও যৌন রোগ বিষয়ে অভিজ্ঞ ডা. মো. নূর আলম মণ্ডল দিনব্যাপী ১০৫ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী এ কর্মসূচিতে প্যাথলজিকেল পরীক্ষা করেন ল্যাড এইড হাসপাতাল, ঢাকার ভূতপূর্ব সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ইমতিয়াজ আহমেদ, স্বেচ্ছাসেবী এই প্রোগ্রমে চকময়রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এলিজা এলাহী, সাদিয়া, আকতার, ফারিহা তাশরিফ আহমেদ, রিফাত, আব্দুল্লাহসহ অনেকেই সহযোগিতা করেন। এ সময় আল-রাজি কৃষি সমবায় সমিতির উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুল বারী পলাশ, মো. তরিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!