মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাব্বির মিয়াসহ ৭-৮ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মুন্না মিয়া (১৭), রিয়াজ মিয়া (২০), কাইয়ুম মিয়াকে (১৬) গুরুতর আহত অবস্থায় বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে সরারচর বাজারস্থ জনতা ব্যাংকের সামনে গত ১০ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে।
জানা যায়, গত কিছুদিন আগে ফুটবল খেলা নিয়ে সাব্বির মিয়া তার লোকজন মুন্না মিয়া, সোহেল মিয়াসহ কয়েকজনের উপর হামলা করেন। এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার রাতে সাব্বির, রাব্বি, রকি মিয়া, সজিব মিয়া, বাদশা মিয়া, টিপু মিয়া, ইয়াছিন মিয়ার লোকজন অতর্কিতভাবে হামলা চালিয়েছে।
এই ঘটনায় মুন্না ভূইয়ার পিতা সুহেল ভূইয়া বাদী হয়ে শনিবার সাব্বির মিয়াকে প্রধান আসামি করে রাব্বি, রকি, সজিব, বাদশা, টিপু, ইয়াছিন মিয়াদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বাজিতপুর ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে।