ধামইরহাটে আদিবাসী কিশোর হত্যা মামলায় আটক ২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আদিবাসী কিশোর রুপলাল হেমরম হত্যা মামলায় আপন চাচাসহ দুই জনকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে টুটিকাটা ব্রিজের ছোট নদী থেকে অনিল হেমরমের ছেলে রুপলাল হেমরমের লাশ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই শিশু-কিশোরসহ ৪ জনকে থানায় আটক করে পুলিশ।

এ বিষয়ে রুপলালের বাবা অনিল বাদী হয়ে নিহত রুপলালের চাচা স্বপন হেমরম ও একই গ্রামের মিঠনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করলে তাদের আটক দেখিয়ে কোর্টে প্রেরণ করা হয়। মামলা নং-০৯, তারিখ-১২/১০/১৯ ইং।

Similar Posts

error: Content is protected !!