হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ স্লোগান নিয়ে হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পার্বতী সরকারি মডেল স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

উপজেলা সহকারী ভূমি কমিশনার সম্রাট খীসার সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাকের হোসেন, পার্বতী সরকারি মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দীন প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে র‌্যালি, হাটহাজারী ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

Similar Posts

error: Content is protected !!