ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ১৩ অক্টোবর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে উপজেলা সদরে র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে ইউএন গনপতি রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী।
এ সময় ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইস্রাফিল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।