মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ যুবায়েরকে বিদায় অনুষ্ঠান করার পর নতুন যোগদানকৃত ইউএনও দিপ্তীময়ীর জামানকে গত রোববার সন্ধ্যার দিকে উপজেলা মিলনায়তনে অভিনন্দন জানালেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মোঃ আফজাল হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা কৃষি অফিসার এবিএম রকিবুল হাসান।
বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়া, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ নূরে আলম সিদ্দিকী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আল হাসান প্রমুখ।