মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, যারা ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে যুবসমাজকে ধ্বংস করছে তাদের সামাজিকভাবে প্রতিহত করুন। গতকাল সোমবার বিকেলে কিশোরগঞ্জের অষ্টগ্রামে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিকের সভাপতিত্বে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, এক সময়ের অবহেলিত হাওর জনপদ আজ পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। এ হাওরের সৌন্দর্য রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তাই এর জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় যত্রতত্র কোনো স্থাপনা বা বাড়িঘর নির্মাণ করা যাবে না।
জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণের সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না। তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে। গ্রামের ঝগড়া-ঝাটি গ্রামেই মিটিয়ে ফেলতে হবে, এগুলো থানায় নিয়ে আসা যাবে না।
তিনি আরও বলেন, আপনারা উন্নয়ন কাজ তদারকি করবেন, কিন্তু আপনাদের নামে-বেনামে কোন ঠিকাদারী করা চলবে না।
রাষ্ট্রপতি বলেন, হাওরের শিক্ষার মান নিয়ে আমি সন্তুষ্ট নই। “উত্যইরা ভূত ও ভাইট্টা গাবরের” বদনাম থেকে উত্তরণের জন্য এবং বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকে থাকতে ছাত্রছাত্রীদের ভালভাবে পড়াশোনা করার পরামর্শ দেন। এজন্য সঠিকভাবে তাদের গড়ে তুলতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের প্রতি তিনি আহ্বান জানান।
উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, হাওরে ব্যাপক উন্নয়ন হচ্ছে, রাস্তা-ঘাট হচ্ছে। একসময় শহরের সাথে যোগাযোগের জন্য উড়াল সেতু হবে। হয়ত সেদিন আমি থাকবো না। কিন্তু এর সুফল হাওরের জনগণ ভোগ করবে।
সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, সরকারি রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, জেলা পরিষদ সদস্য ফজলুল হক হায়দারী বাচ্চু প্রমুখ।