তাড়াইলে ধানক্ষেত থেকে ফুটফুটে নবজাতক উদ্ধার

আমা‌দের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের তাড়াইলে ধানক্ষেত থেকে একটি জীবিত ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার পুরুরা এলাকার একটি ধানক্ষেতে তাকে পাওয়া যায়। ফুটফুটে শিশুটি সুস্থ আছে। তবে তার মা-বাবার সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে পুরুরা এলাকায় একটি ধানক্ষেতে নবজাতকের কান্না শুনে এগিয়ে যান সুফিয়া খাতুন নামে এক নারী। তিনি শিশুটিকে নিয়ে বাড়ি এসে সেবা-শুশ্রুষা করেন।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান দুপুরে তার ফেসবুক একাউন্টে একটি পোস্ট দেন। এতে নবজাতকের ছবিসহ বলা হয়, ‘পরিত্যক্ত অবস্থায় আজ ভোরে তাড়াইল থানার পুরুরা এলাকার একটি ধানক্ষেতে এই ছেলে শিশুটি পাওয়া গেছে। এ ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে তাড়াইল থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো’।

যোগাযোগ করা হলে তিনি জানান, শিশুটি বর্তমানে তাড়াইল হাসপাতালে আছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। বুধবার সকালে শিশুটির বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সূত্র : জা‌গো নিউজ

Similar Posts

error: Content is protected !!