মহাস্থানে যাত্রীবাসে হঠাৎ আগুন, আতঙ্কিত যাত্রীরা

গোলাম রব্বানী শিপন, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

বগুড়ার মহাস্থান ইসলামী ব্যাংকের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে বুধবার সন্ধ্যা ৬টায় মিম ঐশী নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়।

বাসযাত্রী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মিম ঐশী পরিবহনের একটি বাস প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর যাচ্ছিলেন। এসময় বাসটি মহাস্থান এলাকায় পৌঁছলে হঠাৎ বাসটির যান্ত্রিক আসন থেকে আগুনের ধোঁয়া উড়ে। এসময় যাত্রীরা আতঙ্কে চিৎকার দেয়।

চিৎকারে বাসের চালক-সহকারীসহ যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হয়। পরে যাত্রীরা আতঙ্কে দিগ্বিদিক ছোটাছুটি করে। এ সময় স্থানীয়রা দ্রুত ছুটে এসে পাশের একটি বয়লার মুরগীর দোকানের সাপ্লাইয়ের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

ওই বাসের যাত্রীরা জানায়, বাসের ওয়ারিং থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।

Similar Posts

error: Content is protected !!