মহি উদ্দিন লিটন, সংবাদদাতা ।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মামুদপুর গড়হাটি গ্রামের মৃত আরজ আলীর ছোট স্ত্রী ও ৪ সন্তানের জননী হারেছা বেগমের (৪০) লাশ বাড়ির পাশে ডোবা থেকে পুলিশ উদ্ধার করেছে গত বৃহস্পতিবার বিকালে। পরে শুক্রবার সকালে কটিয়াদী থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা যায়, হারেছা বেগম প্রতিদিনের মতো তার স্কুলপড়ুয়া মেয়ে হুসনা বেগম, তার ছেলে বোরহান উদ্দিনকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে তার মেয়ে ও ছেলে মা’কে খোঁজাখুঁজি করার পরও কোনো জায়গায় পায়নি। হারেছা বেগমের মেয়ে হুসনা বেগম বলেন, তার মায়ের কানে দুটি দুল, গলায় কয়েক ভরি ওজনের রুপার অলংকার ছিল।
পুলিশ জানায়, এলাকার কেরা চোরচক্রকে নিহত হারেছা বেগম চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে। এ ব্যাপারে কটিয়াদী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
কটিয়াদী থানার ওসি আবু সামা মোঃ ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।