ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর আলতাদিঘী জাতীয় উদ্যান এলাকায় ধামইরহাট উপজেলা প্রেস ক্লাবের দায়িত্ব পালনরত বিভিন্ন সাংবাদিকগণ, সরকারি বিভিন্ন কর্মকর্তা, প্রেস ক্লাবের উপদেষ্টা ও সুশিল সমাজের ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন।
বনভোজনে সিনিয়র সাংবাদিকগণ সাংবাদিকতা ও পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আলী হোসেন, পল্লী বিদ্যুতের এজিএম হানিফ রেজা, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, বনবিট অফিসার আ. মান্নান, এডভোকেট খুরশিদ আলম খসরু, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা সংগীত গুরু এম.কে. চৌধুরী জিন্নাহ, জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি মোতারফ হোসেন মুকুল, সাংবাদিক পাস্কায়েল হেমরম, রেজুয়ান আলম, রাসেল মাহমুদ, মেহেদী হাসান উজ্জল, ইমতিয়াজ আহমেদ, গাউছুল আজম, সাইফুল ইসলাম, তাওসিফ ইসলাম, অরিন্দম মাহমুদ, প্রভাষক শামীম রেজা, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, জেলা বিশেষ শাখা, নওগাঁর প্রতিনিধি মো. নাসিম প্রমুখ উপস্থিত ছিলেন।