হাটহাজারীতে পুকুরে ডুবে শিশু শিক্ষার্থী নিহত

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে পায়েল আকতার (৭) নামের এক কন্যাশিশু নিহত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পায়েল গুমানমর্দ্দন ইউনিয়নের সারাংপাড়ার ওয়ালী চৌধুরী বাড়ীর মোহাম্মদ হোসেনের কন্যা। সে স্থানীয় এক নুরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী।

নিহত পায়েলের পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদরাসা ছুটি শেষে বাড়ীতে ফিরে। তার সঙ্গী সাথীদের নিয়ে কিছুক্ষণ খেলাধুলাও করেছে। মায়ের বকুনিতে দুপুরের খাবারের আগে গোসল করতে পুকুরে যায়। কিন্তু পায়েল আগে কখনো পুকুরে গোসল করতে যায়নি। হঠাৎ পরিবারের অগোচরে গোসল করতে গেলে বিকেল পর্যন্ত খাবার খেতে না এলে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে।

মায়ের বকুনিতে কোথাও লুকিয়েছিল নাকি তাও চিন্তিত হয়ে পড়ে। এলাকার বিভিন্ন লোকজনও তার সন্ধানে বের হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পিছনের পুকুরে তার লাশ ভেসে উঠে। হঠাৎ দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলেও নেয়া সম্ভব হয়নি।

এদিকে সন্তান হারিয়ে মা-বাবা শোকে বারবার মোর্ছ্বা যাচ্ছেন। আকাশ-বাতাস হয়ে উঠেছে ভারী। এক নজর দেখতে ছুটে আসেন আশপাশের লোকজন। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। যেন এক বেদনাদায়ক দৃশ্যের অবতারণা ঘটে। তিন বোনের মধ্যে পায়েল সবার ছোট। রাতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Similar Posts

error: Content is protected !!