ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাট উপজেলার পৌরভবনের সামনে আমাইতাড়া মোড়ের সুচনা মার্কেটে ‘মম মোবাইল শপ’ এ দুর্ধর্ষ চুরির মুল হোতা একজন কিশোর ১ জন ২ যুবক ও মহিলাসহ আটক ৪ জন। পুলিশি অভিযান ও বিভিন্ন গোপন সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী ওসি জাকিরুল ইসলাম জানান, ২০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার তাহেরপুর গ্রাম এলাকায় পুলিশ পরিদর্শক তদন্ত মাহবুব আলমের নেতৃত্বে এস.আই অরুপ কুমার সাহা, এস.এস.আই রায়হানসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাহেরপুর (বীরগ্রাম) এর বেলাল হোসেন ছেলে রনি (১৩), ও মৃত খলিলুর রহমানের ছেলে সাজেদুর রহমান (১৬) সাজেদুর রহমানের মা মাজেদা বেগম (৪৮) ও আজিজুল হকের ছেলে এমদাদুল (২২) কে আটক করে।
এ সময় চুরি যাওয়া মোবাইলের মধ্যে ১৫টি উদ্ধার করে পুলিশ। অভিনব কায়দার চোর রনি জানায়, মোবাইল ফোন চুরি করা তার নেশা। ফোন দেখলেই তার চুরি করতে ইচ্ছে করে। প্রথম এক বাড়িতে বেড়াতে গিয়ে সকালে আসার সময় সেই বাড়ির মালিকের ফোন চুরির মধ্য দিয়ে তার চুরি বিদ্যার হাতেখড়ি। এছাড়াও চোর রনি ভারতীয় টিভি সিরিয়ালে ক্রাইম পেট্রোল সিরিয়াল দেখে শিখে নেন কি করে সিসি ক্যামেরায় নিজেকে আড়াল করে চুরি করতে হয়।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, একই দোকানে ১ মাসে দুইবার চুরি ঘটনায় থানা পুলিশ উদ্বিগ্ন ছিল, এই ঘটনায় দিনরাত পরিশ্রম করে থানা পুলিশ মুলহোতা সহ মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য ১৯ অক্টোবর মধ্যরাতে ‘মম মোবাইল শপ’ এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হলে ২৬টি মুল্যবান স্মার্টফোন ও অন্যান্য সামগ্রীসহ আড়াই লাখ টাকার ক্ষতি করে চোরের দল।