ভাগলপুরে ৩৮৫ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক ২

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ৩৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২০ অক্টোবর) রাতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেন।

ওইদিন দুপুরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- বাজিতপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের পূর্ব পৈলনপুর এলাকার মো. স্বপন মিয়ার ছেলে মাহফুজুর রহমান ও ৫নং ওয়ার্ডের আলীয়াবাদ এলাকার মৃত কাদির মিয়ার ছেলে ইকরামুর রহমান।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার বিএন এম শোভন খান বাংলানিউজকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২০ অক্টোবর) দুপুরে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে মাহফুজুর রহমান ও ইকরামুর রহমানকে আটক করে ৩৮৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাজিতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!