মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে অপচিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় হাতুরে ডাক্তার শঙ্কুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপচিকিৎসার শিকার হয়ে মৃত ব্যবসায়ী তৌহিদ মিয়ার স্ত্রী ফুলবানু বাদী হয়ে উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতুরে ডাক্তার শংকর লাল রায় শংকুকে আসামি করে সোমবার লাখাই থানায় মামলাটি দায়ের করেন বলে নিশ্চিত করেন লাখাই থানার ওসি মোঃ সাইদুল ইসলাম।
সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডার গুনিয়াউক গ্রামের মৃত বড় আবু মিয়ার পুত্র ব্যবসায়ী তৌহিদ মিয়া (৫৫) কোমরের ব্যথায় আক্রান্ত হয়ে শঙ্কুর চেম্বারে আসেন। ওই সময় ভুয়া ডাক্তার শঙ্কু ৪টি ইনজেকশন একত্র করে তৌহিদ মিয়ার শরীরে পুশ করলে ১০ মিনিটের মধ্যেই তিনি শঙ্কুর চেম্বারে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বিষয়টি লাখাই থানার ওসিকে অবগত করলে ওসি অজয় চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে রোববার সন্ধ্যায় লাশ থানায় নিয়ে আসেন এবং হাতুরে ডাক্তার শঙ্কুকে আটক করেন।
উল্লেখ্য, শঙ্কু লাখাই উপজেলা কৃষ্ণপুর গ্রামের রমেশ রায়ের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, কোন ধরনের প্রশিক্ষণ ও ডিগ্রি ছাড়াই নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে উপজেলার প্রত্যন্ত জনপদ কৃষ্ণপুরে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এলোপ্যাথিক চিকিৎসা চালিয়ে আসছিলেন শংকু।