লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ভরপুর্নি গ্রামে মাহফুজা বেগম (২৫) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করেছে স্বামী মকসুদ আলী (৩৫)। খবর পেয়ে ওই রাতেই লাখাই থানার ওসি সাইদুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক মসকুদ আলীকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে।
মসকুদ আলী ভরপুর্নি গ্রামের মৃত খেলু মিয়ার পুত্র এবং হত্যাকাণ্ডের শিকার মাহফুজা একই ইউনিয়নের গোয়াকড়া গ্রামের শীর ইসলামের কন্যা।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মহিবুর রহমান জানান, প্রায় ৭ বছর আগে মসকুদ আলীর সাথে বিয়ে হয় মাহফুজার। সম্প্রতি পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এছাড়াও মকছুদ আলী প্রায়ই নেশাগ্রস্ত থাকতো। গত সোমবার রাতে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে উত্তেজিত হয়ে মাহফুজাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মছকুদ আলী।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি সাইদুর রহমান।