ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা ও সরকারি এম.এম. কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী জানান, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি আবু সুফিয়ান হোসাইন ও সম্পাদক পদে আহসান হাবীব পান্নু এবং ধামইরহাট সরকারি এম. এম. কলেজ কমিটিতে সভাপতি মাসুদ রানা ফারুক ও সম্পাদক পদে মোঃ আশিকুর রহমান আশিককে নির্বাচিত ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এই কমিটি ২১ অক্টোবর দুপুরে ঘোষণা করা হয়।
নির্বাচিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন ও আহসান হাবীব পান্নু উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ধামইরহাট সরকারি ডাক বাংলোর অডিটরিয়ামে ছাত্রলীগের উপজেলা ও সরকারি এম.এম. কলেজ শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।