লাখাইয়ে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

“পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টিসম্মত খাবার” স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা ২০১৯। এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলার প্রশাসনিক চত্তর থেকে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি হবিগঞ্জ লাখাই সড়ক পদক্ষিণ করে।

পদক্ষিণ শেষে উপজেলার হ্যালিপ্যাড মাঠে মেলার শুভ উদ্বোধন করেন মেলার উদ্বোধক ও অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জ লাখাই সায়েস্থাগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লাখাইর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে ও কৃষি উপসহকারী কর্মকর্তা অমিত ভট্টাচার্যের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-লাখাই-সায়েস্থাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজহার মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির সুস্থ ও রোগমুক্ত জীবন ও অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে ফলদ গাছের আবাদ বাড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Similar Posts

error: Content is protected !!