হাটহাজারী বড় মাদরাসাতে উপজেলা প্রশাসনের সোলার লাইট প্রদান

মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।

হাটহাজারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসায় একটি সোলার লাইট প্রদান করা হয়। বুধবার (২৩ অক্টোবর) রাতে উপজেলা প্রশাসনের পক্ষে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ মাদরাসা কর্তৃপক্ষের হাতে সোলার লাইট তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রবীণ শিক্ষক মুফতি জসিম উদ্দিন ও সহকারী শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী। তিনি বলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনের আন্তরিকতায় মাদরাসার জন্য একটি সোলার লাইট পেয়েছি। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই।

ইউএনও রুহুল আমিন বলেন, বাংলাদেশের একটি বৃহৎ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদরাসাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি সোলার লাইট প্রদান করেছি। জনবান্ধব ও শিক্ষাবান্ধব কাজ করতে হাটহাজারী উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।

Similar Posts

error: Content is protected !!