মো: হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিকায়নের লক্ষ্যে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য উপজেলা প্রসাশনসহ মাধ্যমিক শিক্ষা অফিস ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করেছে। শতভাগ মাল্টিমিডিয়া ক্লাস নিশ্চিত করার জন্যে উপজেলার কলেজ, স্কুল, মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষিকাকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে সকলকে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকারি এ প্রতিষ্ঠানগুলো।
গত ২২ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হওয়া শিক্ষকদের মাল্টিমিডিয়ার ওপর দক্ষতা বৃদ্ধিমূলক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার বিকাল ৫টায় সমাপ্ত হয়।
এ প্রশিক্ষণে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে- নিকলী জিসি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, দামপাড়া কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, এবি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়, সিংপুর আফিল উদ্দিন উচ্চ বিদ্যালয়, রসুলপুর হানিফ ভূঞা উচ্চ বিদ্যালয়, জারুইতলা উচ্চ বিদ্যালয়, ছাতিরচর উচ্চ বিদ্যালয়, গুরুই নিম্ন মাধ্যমিক আর্দশ বিদ্যালয়।
অংশ নেওয়া ৫টি মাদ্রাসা হলো- মহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসা, বেয়াতিরচর দাখিল মাদ্রাসা, টেংগুরিয়া হাজী আহম্মদ আলী মাদ্রাসা, ডুবি শরিয়ত উল্লাহ দাখিল মাদ্রাসা ও নানশ্রী সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসা।
উল্লিখিত এসব প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক/শিক্ষিকাকে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ (জাইকার) উদ্যোগে নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে তিনদিনের এই প্রশিক্ষণ দেওয়া হয়। এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া রিসাত, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিব, উপজেলা ফেসিলিটেটর (জায়কা) দুর্গারানী সাহা, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, প্রশিক্ষক তৌফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।
প্রশিক্ষণ বিষয়ে উপজেলা ফেসিলিটেটর দুর্গারানী জানান, জায়কার প্রকল্পের মাধ্যমে নিকলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১শ’ শিক্ষক/শিক্ষিকাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। ভবিষ্যতে এ প্রশিক্ষণ নিকলীতে আরো হবে।
প্রশিক্ষণার্থীরা জানান, এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ। আমরা যারা নতুন এসেছি প্রশিক্ষণে মাল্টিমিডিয়ার সাথে পরিচিত হতে পেরেছি যা বিদ্যালয়ে শ্রেণিকক্ষে প্রাণবন্ত ক্লাস উপস্থাপনে আমাদের পাথেয় হয়ে থাকবে। এ ধরনের প্রশিক্ষণ যাতে এ উপজেলায় চলমান থাকে আমরা এ আশাবাদ জানাই।