মহিবুর রহিমের গবেষণাগ্রন্থ ভাটিবাংলার লোকভাষা ও লোকসাহিত্য’র মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক ।।

কুমিল্লা জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত কবি ও গবেষক মহিবুর রহিমের লোকসাহিত্য বিষয়ক গবেষণাগ্রন্থ “ভাটি বাংলার লোকভাষা ও লোকসাহিত্য”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এসডি বর্মন মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক অধ্যক্ষ আমির আলী চৌধুরী, বিশিষ্ট গবেষক শান্তিরঞ্জন ভৌমিক ও বিশিষ্ট সাংবাদিক আবুল হাসনাত বাবুল ও বইয়ের লেখক কবি ও গবেষক মহিবুর রহিম।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল মান্নান বলেন, “মহিবুর রহিম নব্বই দশকের একজন লেখক ও গবেষক। তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে আছেন। দীর্ঘদিন গবেষণা করে ভাটিবাংলার লোকভাষা ও লোকসাহিত্য গ্রন্থটি প্রণয়ন করেছেন। গ্রন্থটির পাণ্ডুলিপি দেখার সুযোগ পেয়ে আমি এর একটি ভূমিকা লিখে দিই। এ গ্রন্থের পটভূমি মেঘনা তীরবর্তী জনপদ। সেখানকার মানুষের ভাষা ও লোকসাহিত্য নিয়ে এটিই সম্ভবত প্রথম কাজ।

নদী তীরবর্তী নিম্ন এলাকার দিকে আমাদের তেমন দৃষ্টি দেয়া হয় না। মহিবুর রহিম সেই অবহেলিত জনপদের দিকে দৃষ্টি দিয়েছেন। অত্যন্ত যত্নের সাথে তিনি এ কাজটি করেছেন। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কুমিল্লার কৃতিসন্তান এস ডি বর্মণ যে ভাটি গাঙয়ের কথা তার সঙ্গীতে বলেছিলেন মহিবুর রহিম সে ভাটি গাঙ ও তার জনপদের কথাই এ গ্রন্থে তুলে এনেছেন। সুতরাং এ গ্রন্থে এসডি বর্মনের কথা নানাভাবে উঠে এসেছে। এস ডি বর্মন ছাড়াও গিরীন চক্রবর্তী ও মনোমোহন দত্তের কথা এ গ্রন্থে আছে। লোকসঙ্গীত, মেয়েলীগান, প্রবাদ-প্রবচনসহ অনেক দিক উঠে এসেছে। কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বইটির প্রকাশনার দায়িত্ব গ্রহণ করে ইতিহাসের অংশ হলেন। যতদিন এই বই মানুষের কাছে থাকবে ততদিন লেখকের মতো প্রকাশকের নামটিও অক্ষয় হয়ে থেকে যাবে। এ ধরনের সৃজনশীল প্রকাশনা নিঃসন্দেহে আমাদের জাতীয় সম্পদ হয়ে থাকবে।”

Similar Posts

error: Content is protected !!