অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি অষ্টগ্রাম উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
বিকাল ৪টায় উপজেলা বিএনপি অফিসে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ। বক্তব্য রাখেন ছাত্রদল কেদ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম আক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজামুল হক নজরুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব ফেরদৌস মিয়া ফরাজী, জেলা যুবদলের সদস্য মোশারফ হোসেন হালিম ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আলী রহমান খাঁন।