ভৈরবে বিনা টিকিটে ভ্রমণ করায় ৬১৮ জনকে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

বিনা টিকিটে ভ্রমণ করায় কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ৬১৮ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। শনিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ নগদ ১ লাখ, ২০ হাজার ৫১৫ টাকা আদায় করা হয়।

ভৈরব স্টেশনে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা- কিশোরগঞ্জ, ঢাকা- নোয়াখালী চলাচলকারী বিভিন্ন ১২টি আন্তঃনগর ও বিভিন্ন মেইল ট্রেনে বিনা টিকিটে ভ্রমণকারী ৬১৮ জন যাত্রীকে আটক করে জরিমানা আদায় করে রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

রেলওয়ে সূত্র জানায়, বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ রোধে ভৈরব রেলওয়ে স্টেশনে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এর নেতৃত্ব দেন রেলওয়ে প্রধান বাণিজ্যিক কর্মকর্তা পূর্বাঞ্চল এস এম মুরাদ হোসেন। এ সময় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. কামরুজ্জামানসহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সঙ্গে ছিলেন।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস, নিরাপত্তা ইন্সপেক্টরসহ রেলওয়ে আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা।

সূত্র : জাগো নিউজ

Similar Posts

error: Content is protected !!