ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা পর্যায়ে বিজয় ফুল তৈরি, মুক্তিযুদ্ধ বিষয়ক আবৃত্তি, একক অভিনয়, দলীয় জাতীয় সংগীত ও দলগতভাবে দেশাত্মবোধক গান গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৩০ অক্টোবর দিনব্যাপী উপজেলা অডিটোরিয়ামে ৫টি ইভেন্টের প্রতিযোগিতায় “ক” গ্রুপে শিশু থেকে ৫ম শ্রেণি, “খ” গ্রুপে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ও “গ” গ্রুপে ৯ম থেকে দ্বাদশ শ্রেণির উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে ৫টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৫৬ জনকে সনদপত্র প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা শিক্ষা অফিসার ও প্রতিযোগিতার সদস্য সচিব গোলাম মোস্তফা, প্রতিযোগিতার প্রধান বিচারক শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, বিচারক প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, রুনা লায়লা সাথী, উপস্থাপক উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।