ধামইরহাটে জাতীয় সমবায় দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ২ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে ১টি র‌্যালি বেরা হয়। র‌্যালি শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সমবায় অফিসার হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমী সংগীত প্রশিক্ষক মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ গুরু, আল-রাজি সমবায় সমিতির সভাপতি মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, পাস্কায়েল হেমরম, সাংবাদিক অরিন্দম মাহমুদ, রাসেল মাহমুদ, উপস্থাপক সেলিম মাহমুদ রাজু, সমবায়ী নেতা মফিজ উদ্দিন, ধামইরহাট থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!