অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত রয়েছে ৬৫ শিক্ষার্থী। উপজেলার ১২টি বিদ্যালয়ের ১৪০৫ জন ও ৩টি মাদ্রাসার ২১৩ জনসহ মোট ১৬১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৫ জন।
এদের মধ্যে বেশিরভাগ মেয়ে পরীক্ষার্থী রয়েছে বলে জানা যায়। অনেকের মতে মেয়ে পরীক্ষার্থীরা বাল্য বিয়ের শিকার হয়েছে বলে পরীক্ষায় তাদের উপস্থিতির হার কম। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসানুল জাহিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ৬৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, তবে এর মধ্যে কতজন মেয়ে শিক্ষার্থী রয়েছে তা আমার জনা নেই।
এত অধিকসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ সম্পর্কে তিনি কোন মন্তব্য না করে বলেন, বিষয়টি পরে তদন্ত করে দেখা হবে।