যে কারণে দুদক কার্যালয়ে গিয়েছিলেন সাকিব

আমাদের নিকলী ডেস্ক ।।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। জুয়াড়ির ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) না দেওয়ায় দুই বছরের নিষিদ্ধ হওয়ার চার দিনের মাথায় তিনি দুদকে আসেন।

রোববার (০৩ নভেম্বর) সকাল ১০টার দিকে সাকিব আল হাসান দুদক কার্যালয়ে প্রবেশ করেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা না বলে সরাসরি দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের কক্ষে যান। দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সরাসরি গাড়িতে করে দুদক কার্যালয় ত্যাগ করেন।

দুদক কার্যালয়ে সাকিব আল হাসানের আসার খবর নিশ্চিত করে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমকে বলেন, তিনি (সাকিব) দুদকের শুভেচ্ছা দূত। সে কারণে তিনি নির্ধারিত সাক্ষাৎ করতে এসেছিলেন দুদক চেয়ারম্যানের সঙ্গে। সাক্ষাৎ শেষে তিনি চলে গেছেন।

দুদক সূত্র জানায়, ক্রিকেট থেকে দুই বছর নিষিদ্ধ হওয়ার ফলে সাকিব আল হাসান দুদকের শুভেচ্ছা দূত থাকবেন কি-না সে বিষয়ে চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে জুয়াড়ির প্রস্তাব গ্রহণ না করায় সাকিবকে ধন্যবাদ জানান দুদক চেয়ারম্যান।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!