নিকলীতে সিলিন্ডার বিস্ফোরণে দুই ঘর পুড়ে ছাই

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলীতে শুক্রবার রাত ১টায় (৮ নভেম্বর) রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নগদ টাকাসহ দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার দামপাড়া ইউনিয়নের গোয়ালহাটি গ্রামের ছাইবালির পুত্র প্রবাসী লাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও সরেজমিনে জানা যায়, লাল মিয়া দীর্ঘদিন যাবৎ সৌদি আরব প্রবাসী। ঘটনার দিন তার স্ত্রী রাতের রান্না শেষে যথারীতি গ্যাসের চুলা বন্ধ করেন। খাওয়া-দাওয়া শেষে ৪ কন্যাসহ লাগোয়া বসত ঘরে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় আনুমানিক ১টায় বিকট শব্দে ঘুম ভাঙ্গে তাদের।

এসময় রান্নাঘরসহ অপর একটি ঘরে আগুন জ্বলতে দেখেন। এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যে ২টি ঘর ৫ লক্ষাধিক আসবাবপত্র ও আলমারিতে রাখা নগদ ৩লক্ষ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করে।

Similar Posts

error: Content is protected !!