ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ৩য় তম শেখ রাসেল আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ১ম দিনের খেলায় রাজধানী ঢাকা থেকে আগত বিকেএসপি দল বনাম গাইবান্ধা জেলাদলের ফুটবলযুদ্ধে দর্শক ছিল কানায়-কানায় পরিপূর্ণ। ৯ অক্টোবর বিকেল ৪টায় রামনারায়নপুর একতা ক্লাবের উদ্যোগে রামরানায়নপুর ফুটবল মাঠে প্রধান শিক্ষক আবু সালেহ’র সহযোগিতায় ৮ টিমের এ খেলার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদ্জ্জুামান সরকার।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী কমল, কামরুজ্জামান, পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাক প্রভাষক মিনহাজুল হক শিবলী, উপজেলা ফুটবল ফেডারেশন সভাপতি নাসির মাহমুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।