মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জর বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল সোমবার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
উদ্বোধনের পর সম্মেলনের দ্বিতীয় পর্বে এ.বি. সিদ্দিক টাওয়ারে ৬৫৯ জন কাউন্সিলরের ভোট গ্রহণ হয়। এ সময় সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন। এছাড়া, সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন ২৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে সোমবার (১১ নভেম্বর) সকালে বাজিতপুর সরকারি কলেজ মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও শান্তির সাদা কবুতর উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান।
সম্মেলনের প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৩ আসনের এমপি নূর মোহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক।
বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারোয়ার আলম, নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শাহজাহান কবীর প্রমুখ।