ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ। ভুক্তভোগী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পলাশবাড়ী গ্রামের নুর ইসলামের ছেলে মহব্বত আলী ও মহব্বতের সহ-ব্যবসায়ী তরিকুলসহ ইজি বাইকে কাঁচামাল আনতে ১০ নভেম্বর ভোরে বদলগাছীর কোলা ভান্ডারপুর যাওয়ার সময় আড়ানগর ইউনিয়নের কাজিপুর ডবল ব্রিজ্রের নিকট ডিবি পুলিশ পরিচয় দিয়ে ইজিবাইকটি আটক করে। এক পর্যায়ে তাদের কাছে থাকা ব্যবসার টাকাগুলো কেড়ে নেয়ার চেষ্টাকালে তাদের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে এসে তাদের ধরে রাখে।
এ সময় খবর পেয়ে থানা পুলিশ পত্নীতলা উপজেলার বাবনাবাজ গ্রামের গৌর চন্দ্রের ছেলে নব মুসলিম আল-ইমরান (বিকাশ) (৩৪), চকজয়রাম গ্রামের সাইদ শেখের ছেলে মো. নাহিদ (২৬) ও ধামইরহাট উপজেলার দাদনপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এখলাছুর রহমান সম্রাটকে (২০) আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত ছিল বলে এলাকাবাসীরা জানান।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু হয়েছে এবং ছিনতাইকৃত ১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ কে,এম সামসুদ্দিন বলেন, মাদকবিরোধীসহ বিভিন্ন ক্রাইম দমনে পুলিশ, ডিবি পুলিশ সকলেই অনেক ক্ষেত্রে সোর্সের সহযোগিতা নিয়ে থাকেন। তবে ডিবি সোর্সেরা এমন কাজ কখনই করে না, যারা এসব করেছেন তারা নিজেদের রক্ষার জন্য ভুয়া পরিচয় দিয়েছেন, যা বড় অপরাধ।