মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের (পীরগাছা) কমরপুর হামিউচ্ছুন্নাহ্ নরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা মাঠে উক্ত মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিলে কোরানের একজন হাফেজ ছাত্র আবু জোবায়েরকে ফজিলতের পাগড়ী পড়িয়ে দেন মাহফিলের প্রধান অতিথি বগুড়া সদর আসনের সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।
বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ জাকারিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল।
প্রধান বক্তা হিসাবে পবিত্র কোরআন থেকে তাফসির পেশ করেন আলহাজ্ব মাওলানা মাকছুদ আল মাসউদ, দ্বিতীয় বক্তা ক্বারী মাওলানা মোঃ আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শহীদ উন নবী সালাম, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, জালাল উদ্দীন আহমেদ, সাংবাদিক আব্দুল বাছেত, অলিউর রেজা, মোস্তাফিজার রহমান, আবু জিন্নাহ, এনামুল হক উকিল, আব্দুস ছাত্তার, রেজাউল করিম, মামুনুর রশিদ মামুন, সুমন সরকার, ঠান্ডু মিয়া, আল আমিনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমান।
মাহফিল শেষে প্রধান বক্তা দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করেন।