ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর সকাল ৯টায় ধামইরহাট পৌরসভা কার্যালয়ে পৌরসভার মেয়র মো. আমিনুর রহমান ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসাইন, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, ইব্রাহীম হোসেন, সিনিয়র সাংবাদিক এম.এ মালেক, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসাইন জানান, এ উপজেলায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় আমরা অগ্রিম ২ বছর অর্থাৎ ২০০৩ ও ২০০৪ সালে যাদের জন্ম তাদেরসহ প্রায় ১২ হাজার নতুন ভোটারের তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছি। আজ পৌরসভায় প্রায় ৯৫৮ জন নতুনদের ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে, অল্প সময়ের মধ্যে পুরো উপজেলায় এ কার্যক্রম সম্পন্ন হবে।