ধামইরহাটে ইসবপুর ইউপি চেয়ারম্যানের শপথ পড়ালেন জেলা প্রশাসক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ৭নং ইসবপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমরুল কায়েশ বাদলকে শপথ পড়ানো হয়েছে। ১৪ নভেম্বর দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শপথবাক্য পাঠ করান নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন অর রশিদ।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা, ওসি জাকিরুল ইসলাম, পিআইও ইস্রাফিল হোসেনসহ ইসবপুর ইউনিয়নের নেতৃবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!