নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বঙ্গবন্ধু-ভাসানীর সম্মান ক্ষুণ্ন করা যাবে না। মনে রাখতে হবে- সেই দিন আর বেশি দূরে নেই, যেদিন ভাসানীর মত করে জেগে উঠবে বাংলাদেশ। সেই সূত্রতায় অন্যায়-অপরাধের রামরাজত্ব ভাঙতে তরুণ নেতৃবৃন্দ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।
মওলানা ভাসানী স্মরণে অনুষ্ঠিত “ভাসানীর রাজনীতি বনাম নতুনধারা” শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ১৬ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসিডিয়াম মেম্বার মুক্তিযোদ্ধা ফজলুল হক। তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান সাইদুজ্জামান রওশন, প্রভাষক কুমকুম জাহান, আহসফা জারা, জাতীয় শিক্ষাধারার সদস্য সিনহাম ভাসানী প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি