মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বারইগ্রাম ও দেওচান্দি মৌজায় গতকাল রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে পূর্বশত্রুতার জের ধরে বিল্লাল মিয়াসহ ২/৩ জন দুর্বৃত্ত মোঃ মিষ্টু মিয়ার ফিশারিতে বিভিন্ন প্রজাতির প্রায় ২ লাখ টাকার মাছের পোনা বিষ প্রয়োগে নিধন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫-২০ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
জানা যায়, মোঃ মিষ্টু মিয়া ৯ একর জায়গার মধ্যে দীর্ঘদিন ধরে মাছের ফিশারি করে আসছেন। তার ফিশারিতে কার্ফু, পাঙ্গাস, পুঁটি, তেলাপিয়া, রুই, মৃগেলসহ দেশীয় প্রজাতির প্রায় ২ লাখ টাকার পোনা মাছ ছাড়েন। স্থানীয় বিল্লাল মিয়া ও তার লোকজন বিষ প্রয়োগ করে নিধন করেছে বলে ফিশারির মালিকের অভিযোগ।
এই বিষয়ে মাছের ফিশারির মালিক মোঃ মিষ্টু মিয়া বাদী হয়ে বিল্লাল মিয়াকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো ৩ জনের উল্লেখ করে বাজিতপুর থানায় একটি মামলা দায়ের করেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।