আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) ।।
রোববার থেকে শুরু হলো যাচ্ছে বাংলা নবান্ন উৎসব উপলক্ষে সমবায় ও বহুমুখী সমিতির যৌথ উদ্যোগে বগুড়ার মহাস্থানহাটে বিরাট বড় মাছের মেলা।
উত্তরবঙ্গে গ্রাম-বাংলায় এখনও নবান্নের চলাচল থাকলেও নেই সেই উৎসবের আমেজ। নবান্ন এখন কেবল ভোজনের অনুষ্ঠান হয়ে গেছে মাত্র। আজকের শহুরে জীবনযাত্রা আর ব্যস্ততার গর্ভে হারিয়ে গেছে এই নবান্ন উৎসব। বর্তমানে মানুষের জীবনের অনেক কিছুই লোপ পেয়েছে। এই উৎসব আজ গ্রাম-বাংলা থেকে সত্যিই হারিয়ে যাচ্ছে বা অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু আজও বেঁচে আছে গ্রাম-বাংলার ধানের গন্ধ। শতাব্দী প্রাচীন এই উৎসব বাংলার বুকে লোকজীবনে বেঁচে থাকুক এই কামনায় ব্যাপক প্রস্তুতি নিয়ে আয়োজন করা হয়েছে মহাস্থানে নবান্ন উৎসবের বড় মাছের মেলা।
রোববার বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাছ বাজার গিয়ে দেখা যায়, প্রায় ১ সপ্তাহ আগে থেকে পুরো হাট সাজসজ্জায় সাজানো হয়েছে। মহাস্থান মাছ হাটের সার্বিক পরিস্থিতি জানতে আয়োজক কমিটির সভাপতি ব্যবসায়ী মো: হায়দার আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের সাথে কথা বললে তারা জানান, বাঙালিদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জড়িয়ে আছে নবান্ন উৎসবের সাথে। নবান্নের এই ইতিহাস ঐতিহ্য জাগিয়ে তুলতে প্রতিবারের মতো এবারও আমরা বড় মাছের মেলার আয়োজন করেছি। এজন্য আমরা মাছবাজার সফল করতে প্রায় এক সপ্তাহ আগে থেকে প্রচার-প্রচারণা চালিয়েছি। তারা নবান্নর এ উৎসব সবার মাঝে ছড়িয়ে দিতে বড় মাছ ক্রেতা-বিক্রেতাদের মহাস্থান মৎস্য বাজারে আসার আহ্বান জানিয়েছেন।