ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র এলাকায় পাতকুয়া খননের মাধ্যমে স্বল্প সেচের ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর সকাল ১০টায় বিআরডিবি হলরুমে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর আয়োজনে ৫০ জন প্রান্তিক পর্যায়ের কৃষককে নিয়ে কৃষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
বিএমডিএ’র সহকারী প্রকৌশলী হাবিবুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইউএনও গনপতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা সেলিম রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, উপ-সহকারী প্রকৌশলী আ. সোবহান সাফি প্রমুখ।
বিএমডিএ’র সহকারী প্রকৌশলী হাবিবুল আহসান আরও জানান, গভীর নলকূপের পানি ব্যবহারের পরিবর্তে পাতকুয়া ব্যবহারের মাধ্যমে স্বল্প সেচের চাষাবাদে উদ্বুদ্ধ করতে বিএমডিএ কর্তৃক কৃষকদের মশুর ডাল, মটরশুটি, সরিষা ও ছোলার বীজ প্রদান করা হয়েছে এবং আগ্রাদ্বিগুন ও খেলনা ইউনিয়নে ১৫টি পাতকুয়া স্থাপন করা হয়েছে; যাতে করে ওই এলাকার কৃষকরা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারবে এবং সোলার প্যানেলের মাধ্যমে ডিপ টিউবওয়েলের বিকল্প হিসেবে পানিগুলো ব্যবহার ও খাওয়া যাবে।