আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টাওয়ার থেকে পড়ে জাকির হোসেন ফালু নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বুরুদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জাকির পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় ডিশ লাইনের সংযোগ দিতে ওই গ্রামের একটি টাওয়ারে উঠে কাজ করছিলেন জাকির। এসময় পা পিছলে টাওয়ার থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : বাংলানিউজ২৪