আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জে ৩৮০ পিস ইয়াবাসহ নূর জাহান বেগম (৩০) নামে এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। সোমবার (১৮ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের বত্রিশ জেলা স্মরণী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। রাতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি সমীর সরকার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
নূর জাহান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নরপতি মঠখলা এলাকার মৃত আবুল হাসেমের স্ত্রী।
এএসপি সমীর সরকার সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদে বিকেলে কিশোরগঞ্জ শহরের ওই এলাকায় অভিযান চালিয়ে নূর জাহানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জব্দ করা হয় ৩৮০ পিস ইয়াবা।
আটক ওই নারীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সূত্র : বাংলানিউজ২৪