ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে দিবসের আনুষ্ঠানিকতা, তোপধ্বনী, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পন, কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, গুরুত্বপূর্ণ অফিস সু-সজ্জিতকরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি ও তার উপ-কমিটি গঠন করা হয়।
সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি জাকিরুল ইসলাম, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী শাহিন কবির, ইউপি চেয়ারম্যান ইমরুল কায়েশ বাদল, ফজলুর রহমান, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকার, কাউন্সিলর মুক্তাদিরুল হক, মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার ফরমুদ হোসেন, আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মোকলেছার আলম, বন্ধন-এর আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।