ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে আন্তর্জাতিক শিশু অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, যুব সংঘ ও শিশু সংঘের যৌথ আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় শিশু অধিকার সনদের ৩০ বছর অর্জন, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক শিশু, কিশোর-কিশোরিদের সাথে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিশেষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি’র সহযোগিতায় ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, শিশু সুরক্ষা কর্মকর্তা মানুয়েল বৈদ্য, ধামইরহাট থানার ওসি মো. জাকিরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসের ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, যুব সংঘের সভানেত্রী বিথি রানী, শিশু সংঘের সভাপতি জাহিদ হাসান, কেজি স্কুলের অধ্যক্ষ আব্দুল বারী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তাগণ শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, অত্যাচার, শোষণ থেকে বিরত রেখে মানসম্মত শিক্ষা ও হৃদয়ের ভালোবাসা দিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনের অনুরোধ জানান।