আজিজুল হক বিপুল, মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়া মহাস্থানগড়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেড মহাস্থানগড় শাখা ব্যাংকিং বুথ-এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মালানা মোঃ সৈয়দ নাসির উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শাখা ব্যবস্থাপক মোঃ জালাল উদ্দিন প্রাং। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী ডিভিশনের আর এম মোঃ আলী হায়দার মুর্তুজা। এ সময় তিনি বলেন, আমরা মহাস্থানগড়ে ন্যাশনাল ব্যাংকে বুথ শাখা খুললাম আপনাদের হাতের দোরগোড়ায় সেবা প্রদানের জন্য। ন্যাশনাল ব্যাংকের ব্যাংকিং-এর সব ধরনের সেবাই এখানে প্রদান করা হবে। আপনারা ন্যাশনাল ব্যাংকে একাউন্ট খুলবেন এবং সু-সেবা গ্রহণ করবেন ইন শা আল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাগেবুল আহসান রিপু, আলহাজ্ব সাকাওয়াত হোসেন বারীদার, মহাস্থান ফিলিং স্টেশনের স্বত্ত্বাধিকারী মোঃ মামদুদুর রহমান শিপন, মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোলায়মান আলী ফকির, গোলাম কিবরিয়া বাহার, ন্যাশনাল ব্যাংক লিঃ মহাস্থানগড় শাখা ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, আলহাজ্ব বাবুল মিয়া বাবু, মসলা গবেষণা কেন্দ্র বগুড়ার ড. কে এম খালেকুজ্জামান, মহাস্থান মাজার নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ হাসান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ কামাল পাশা, মোঃ আল-আমিন, মোঃ শাহ-আলম, মোঃ তানজুল ইসলাম, মোঃ তবিব হোসেন সনি, মোঃ মিজানুর রহমান, তানজিদ সরকার মিঠু, হাদিছুর রহমান সবুজ, মোঃ খোকন, মোঃ রিজু, মোঃ উজ্জল, মোঃ ইমরান হোসেন, মোঃ সোহেল মিয়া, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুল হামিদ পেশ ইমাম মহাস্থান মাজার মসজিদ।