ধামইরহাটে শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক এডভোকেসি সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ধামইরহাট এপি’র উদ্যোগে ওয়াস স্কুল প্রজেক্টের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে পরিসদ সভাকক্ষে শিক্ষক, জনপ্রতিনিধি, শিশু ও যুব ফোরামের প্রতিনিধিদের নিয়ে নতুন এই প্রজেক্টের এডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

সভায় উপজেলার ৪টি ইউনিয়নের ১৬ মাধ্যমিক স্কুল পর্যায়ে স্যানিটেশন, হাইজিন ও টয়লেট সংক্রান্ত কার্যক্রম চালাবে ওয়ার্ল্ড ভিশনের নতুন স্কুল ওয়াস প্রজেক্ট। বিদ্যালয়ে গিয়ে প্রজেক্টের মাঠকর্মীগণ শিক্ষার্থীদের স্যানিটেশন, হাইজিন ও টয়লেট সংক্রান্ত বিষয়ে সতেচনতামূলক পরামর্শ প্রদান করে শিক্ষার্থীদের সু-স্বাস্থ্য রক্ষাই মূলত এই প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য বলে ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা আনোয়ার পারভেজ জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি এম এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক বেনজির আহমেদ, অমলচন্দ্র ঘোষ, মুকুল হোসেন, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার গ্লোরিয়া রোজারিও, শিশু সুরক্ষা কর্মকর্তা মানুয়েল বৈদ্য, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মেহেদী হাসান, সাংবাদিক অরিন্দম মাহমুদ, যুব ফোরাম সভাপতি আবু আনছার প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!