“সমাজকে মাদকমুক্ত করতে তরুণ-যুবকদের ভূমিকা রাখতে হবে”

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, বাল্য বিয়ে করব না-পদে পদে ঠকবো না, এমন স্লোগানে মুখরিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বিকেল ৪টায় ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সোনালী স্বপ্ন-এর উদ্যোগে র‌্যালি শেষে সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক আসাদুর রহমান শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া বলেন, সমাজ থেকে মাদক দূর করতে হলে তরুণ-যুবকদের ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন ওসি জাকিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা আকতার হোসেন, চৌধুরী চান মোহাম্মদ কলেজের সাবেক অধ্যক্ষ আ. জলিল, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, আগ্রাদ্বিগুন বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, কাশিপুর দাখিল মাদরাসার সুপার মোজাম্মেল হক, চট্রগ্রাম ক্রাইম রিপোটার্স সোসাইটির ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান, সোনালী স্বপ্নের সহ সমন্বয়ক রাশেদুল ইসলাম, সদস্য আরাফাত হোসেন, হৃদয় মানবতা বাদি গোষ্ঠীর সভাপতি আবু সুফিয়ান খান বাবু, তরুণ নেতা কাজী ফারুক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক অরিন্দম মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!